আখাউড়ায় গুড়িয়ে দেয়া হলো অভিযানে অবৈধ ভাটা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ , ৪ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগেপ্রতিনিধি: নেই ইট তৈরির অনুমোদন। ছাড়পত্র নেই পরিবেশ অধিদপ্তরের। তবুও সেখানে ইট তৈরি করা হচ্ছিলো। তাও আবার ফসলি জমির মাটি কেটে সেখানে ইট তৈরি করা হচ্ছিলো।
অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগড়া ইউনিয়নের সেই ইটভাটাটি আংশিক গুড়িয়ে দেওয়া হয়েছে। দু’টি মামলায় ভাটা কর্তৃপক্ষকে জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মেসার্স তিতাস ব্রিকস (সুরমা) নামক ভাটাটি অনুমোদন ছাড়া চলার খবরে জেলা প্রশাসনের সহযোগিতায় সেখানে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। আদালত ভাটাটিকে মোট পাঁচ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ভাটাটির আংশিক গুড়িয়ে দিয়ে সিলগালা করে দেওয়া হয়। একইসঙ্গে এ সময় আরো দু’টি ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ ( সংশোধিত ১০১৯) মেনে ভাটা পরিচালার বিষয়ে সতর্ক করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তী জানান, ফসলি জমি থেকে মাটি কেটে ইট তৈরি করায় চার লাখ ২০ হাজার, পরিবেশের ছাড়পত্র না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদন না থাকায় ভাটার আংশিক গুড়িয়ে দিয়ে সিলগালা করা হয়।
বিশ্বজিৎ পাল বাবু
আপনার মন্তব্য লিখুন