আগামী ৯ নভেম্বর প্রথম বিভাগ ফুটবল লীগ উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ , ৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
শ্যামল আহমেদ : আগামী ৯ নভেম্বর শনিবার বিকাল ৩টায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবলীগ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হায়াত-উদ-দৌলা খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর চেয়ারম্যান জননেতা আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, ডাঃ আবু সাইদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডঃ ইউসুফ কবির ফারুক। প্রেস বিজ্ঞপ্তি
আপনার মন্তব্য লিখুন