আবৃত্তি শিল্পী সংসদের উদ্যোগে একুশের পদাবলি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ , ১৯ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগেমহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আবৃত্তি শিল্পী সংসদের উদ্যোগে একুশের পদাবলি অনুষ্ঠান
…………………………………………….
আজহার উদ্দিন : মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশব্যাপী বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের কর্মসূচীতে ব্রাহ্মণবাড়িয়ায় রোববার একুশের পদাবলি অনুষ্ঠান হয়েছে।
স্থানীয় শহিদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার। কর্মসূচীর উদ্ভোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। প্রধান বক্তা ছিলেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।
বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক আল আমীন শাহীনের সভাপতিত্বে ও সদস্যসচিব হাবিবুর রহমান পারভেজ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বত্তৃতা করেন গীতিকার কবি দেওয়ান মারুফ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ, বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি ইব্রাহিম খান সাদাত,প্রথম আলোর প্রতিনিধি শাহাদাত হোসেন, সাংবাদিক মাজহারুল করিম অভি, পথিক টিভির সিইও লিটন হোসেন জিহাদ, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পারুল, সুর তাল সঙ্গীত নিকেতন এর পরিচালক দেবাশীষ দেবু, বাতিঘরের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন,উপস্থাপক আবদুন মতিন শিপন।
হাবিবুর রহমান পারভেজ ও নুসরাত জাহান জেরিন সঞ্চালনায় আবৃত্তি করেন বাচিক শিল্পী আশরাফ পিকো, আল আমীন শাহীন, হাবিবুর রহমান পারভেজ, উজ্জ্বল , নুসরাত জাহান বুশরা, লিটন হোসেন জিহাদ,পাবলো চৌধুরী, নুসরাত জাহান জেরিন,উৎস সরকার , সিয়াম আরামিন, নাবিল আবদুল্লাহ,সাহেবর জিয়াসমিন তাপসী, ফাহমিদা আক্তার,প্রজ্ঞা চৌধুরী প্রাচী,প্রাচুর্য চৌধুরী,লাভিয়া জান্নাত,আফসানা,ইসমাত নাভিলা,সামিহা,মারজিয়া প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন