নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শুক্রবার ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

আশুগঞ্জে আট লাখ টাকার ‘ব্ল্যাক’ রোস্তম

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

প্রতিবেদক : ঈদুল আজহা দোরগোড়ায় । পশু কুরবানির বাজারের জন্য প্রস্তুত করেছেন খামারিরা।ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে তেমনই একজন খামারি হেলাল খাঁন। হেলাল খাঁনের খামারের নাম ‘মায়ের দোয়া গরুর খামার’। ৩৩ থেকে ৩৫টি ষাঁড় আছে। এরমধ্যে ব্ল্যাক রোস্তম অন্যতম। তিন বছর ধরে এই খামারেই বড় হয়েছে রোস্তম। অস্ট্রেলিয়ান জাতের এই ষাঁড়টিকে খাওয়ানো হয়েছে খড়, ভূষি, খৈল, ঘাস। মোটাতাজাকরণে কোনো প্রকার স্টেয়রেড, ক্ষতিকর ইনজেকশন পদ্ধতি ব্যবহার করা হয়নি। প্রতিদিন আট থেকে ১০ কেজি খড়, খৈল, ভূষি, কুঁড়া, কাঁচাঘাস খাওয়ানো হয়ে থাকে া দানাদার গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খরচও পড়েছে বেশি। হেলাল খাঁন ব্ল্যাক রোস্তমের দাম হাঁকিয়েছেন আট লাখ টাকা। এই রোস্তম দেখতে আসছেন আশপাশের অনেকেই। কেউ ছবি তুলছেন, কেউবা আবার ফেসবুকে শেয়ার দিচ্ছেন। দরদাম করছেন কেউ কেউ। কিন্তু হেলালের চাহিদার দাম কেউ হাঁকছেন না।হেলাল খাঁন জানান, অস্ট্রেলিয়ান জাতের এই ষাঁড়টি তিন বছর ধরে খামারে লালন-পালন করেছি। নাম রেখেছি ব্ল্যাক রোস্তম। এরইমধ্যে অনেক ক্রেতাই আসছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
অনুবাদ করুন »