কবিতা=একুশের প্রেরণা–সায়মন ওবায়েদ শাকিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ , ১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএকুশের প্রেরণা
—–সায়মন ওবায়েদ শাকিল
একুশ আমার চেতনা,একুশ আমার সাহস
একুশে আছে প্রেরণা,একুশে পাই শক্তি।
একুশের প্রতি বিশ্ববাসীর রয়েছে শ্রদ্ধা ভক্তি।
বাংলা আমার প্রিয় ভাষা,
এই ভাষাতেই স্বপ্ন আশা।
একুশ মানে মাথা নত নয়,
এগিয়ে যাবার চেতনা।
একুশ মানে স্বাধীনতা
সত্য সুন্দরের প্রেরণা।
একুশ মানে রফিক জব্বার,
সালাম বরকতের রক্ত ভেজা অক্ষর।
একুশ মানে ত্যাগ তিতিক্ষায়,
বীর বাঙ্গালীর অমর সাহসের স্বাক্ষর।
আপনার মন্তব্য লিখুন