কবি তনন হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও মৌন শোকযাত্রা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ণ , ১১ নভেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেনুসরাত জেরিন: ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ কবি সৈয়দ মুনাব্বির আহমেদ তনন হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ বুধবার স্থানীয় সাহিত্য সংষ্কৃতিসেবীরা মানববন্ধন মৌন শোকযাত্রা করেছে। সৃজন সাহিত্য সংগঠনের আহবানে সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয় পরে বিভিন্ন সংগঠনের সাহিত্য সংস্কৃতিসেবীদের একটি মৌন শোকযাত্রা প্রেস ক্লাব থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, পিতৃছায়া প্রকাশনীর সত্বাধিকারী সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যার প্রতিবাদে এ কর্মসূচীতে বিশিষ্ট কবি গবেষক অধ্যাপক মহিবুর রহিমের সভাপতিত্বে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি,নতুনমাত্রার প্রতিষ্ঠাতা আল আমীন শাহীন, কবি শামসুজ্জামান খান আশরাফী, প্রভাষক কবি পারভেজ রায়হান, প্রভাষক কবি কামরুজ্জামান,অংকুর শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা আনিছুল হক রিপন, বিডি ক্লিনের সোহান মাহমুদ,কবি গোলাম মোহাম্মদ মোস্তফা, সাহিত্য একাডেমির ফোরকান আহেমদ,কাব্য কথা নতুনমাত্রার নুসরাত জাহান জেরিন, সৃজনের সাংগঠনিক সম্পাদক সাজন আহমেদ,সানিয়া ইসলাম,সুধীন চৌধুরী,হাসিবুর রহমান আশিকুর রহমান, মাহফুজ উদ্দিন মৃধা,তামিম খান, দীপ্ত ঘোষ,নাহিনা জান্নাত,জুনায়েদ রহমান প্রমুখ।
খেলাঘরের প্রতিনিধি সাংবাদিক প্রবীর চৌধুরী রিপন ও নতুনমাত্রা সংগঠনের সায়মন ওবায়েদ শাকিল এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রিয়াজুল মোর্সেদ মোয়াজ। প্রতিবাদে বক্তারা অবিলম্বে তরুণ কবি তনন হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য,গত সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কবি মোনাব্বির আহমেদ তননকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় সাহিত্য সংস্কৃতিসেবীদের মাঝে প্রতিবাদের ঝড় উঠেছে।
আপনার মন্তব্য লিখুন