কালিবাড়ী মোড় থেকে গোকর্ণঘাট পর্যন্ত রাস্তাটি ‘‘এডভোকেট সৈয়দ এমদাদুল বারী’র’’ নামে নামকরণের প্রস্তাব
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ , ২৫ জুন ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগেব্রাহ্মণবাড়িয়া পৌরএলাকাধীন ‘‘কালিবাড়ী মৌড় থেকে গোকর্ণঘাট’’ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি ‘‘বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সৈয়দ এমদাদুল বারী’র নামে নামকরণের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে একটি আবেদন দাখিল করা হয়েছে মর্মে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরিত একটি পত্রের সূত্রে জানাগেছে।
ইতিমধ্যে আবেদনটি বিবেচনার জন্য মন্ত্রণালয়ের ‘‘নামকরণ সংক্রান্ত’’ কমিটির একটি সভা আগামী ১১ জুলাই, ২০২৩ তারিখে স্থানীয় সরকার বিভাগে অনুষ্ঠিত হবে মর্মে গত ২১/০৬/২৩ তারিখের ৪৬.০০.১২০০.০৪২.৯৯.০২০.১৭১৪৭৭ নম্বর স্মারক পত্রে জেলাপরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
এর প্রেক্ষিতে, এবিষয়ে পৌর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট এলাকাবাসীর কোন বক্তব্য বা মতামত থাকলে, তাহা মন্ত্রণালয়কে লিখিত ভাবে অবহিত করতে জেলাপরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক গতকাল পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে লিখিত ভাবে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য যে, বিগত ১৯৯৮ সালে তৎকালীন পৌরসভা কর্তৃক শহরের বিভিন্ন রাস্তা মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট নাগরিকদের নামে নামকরণের একটি সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সেই সিদ্ধান্তে উল্লেখিত রাস্তাটি বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি খ্যাতনামা আইনজীবী, মরহুম আব্দুল বারী উকিলের নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
তবে এবিষয়ে স্থানীয় সরকার বিভাগের ‘‘নামকরণ কমিটি’’ কর্তৃক যেকোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট এলাকাবাসীর মতামতকে পাশ কাটিয়ে কোন সিদ্ধান্ত নেয়া সঠিক হবেনা মর্মে সচেতন মহল মনে করেন।
প্রেসবিজ্ঞপ্তি-
আপনার মন্তব্য লিখুন