গাঁজা ও মটর সাইকেল’সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ , ১৯ অক্টোবর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকা হতে ১০ কেজি গাঁজা ও ১ টি মটর সাইকেল’সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প।
আটকরা হল ১। মোঃ সোহেল মিয়া (২৩), পিতা-ইয়াসিন মিয়া, সাং-বীরগাঁও, ২। মোঃ আশিক মিয়া (২৫), পিতা-মোঃ তৌহিদ মিয়া, সাং-গাজীরকান্দি, উভয় থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৩। মোঃ আতিকুর রহমান (২৪), পিতা-মোঃ আম্বর আলী, সাং-গুতিয়াব, থানা- রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৯ অক্টোবর সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল সরাইলের কুট্টাপাড়া এলাকায় আটককৃত ব্যক্তিদের হেফাজতে থাকা মটরসাইকেল তল্লাশী করে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও মটর সাইকেলটি উদ্ধার করে জব্দ করে।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৪,৩০,০০০/- টাকা।
আটক আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
আপনার মন্তব্য লিখুন