জাতীয় শোক দিবস সফল করতে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ , ৩১ জুলাই ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
যথাযোগ্য মর্যাদায়- শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভায় এ কর্মসূচী নেয়া হয়। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবুর রহমান বাবুল, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি কাজী জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাংবাদিক মনির হোসেন প্রমুখ। কর্মসূচীর মধ্যে থাকবে ১৫ আগস্ট সকাল ৯ টার মধ্যে শহরের লোকনাথ টেংকের পাড়স্থ জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখন মুক্তমঞ্চ থেকে শোকর্যালী, বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ব্যাপকভাবে উদযাপনের জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
আপনার মন্তব্য লিখুন