জীবনের শেষ নিঃশ্বাসেও তুমি–সোমা পাল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ , ৩১ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
আমার ভলোবাসা তুমি আমার জীবন
ভেঙ্গোনাগো মন,ফুলদানির মতন
আমার জীবনে তুমি সত্যের ফুল!
তোমায় ভালোবেসে করিনি তো ভুল।
আমার আশা তুমি আমারী ভরসা,
হ্নদয়ের ছোট্ট নীড়ে তুমি বেঁধেছ বাসা।
তোমার জন্য কতটুকু মমতা!
তা বুঝানোর মতো নেই ক্ষমতা।
তুমি যে আমার কতটুকু আপন,
তা জানে হৃদয়ের প্রতিটি স্পদন।
সব আশা ভেঙ্গে গেলে,মন হবে চুরমার
পড়ব ঝরে দুঃখের গুহায় তোমার ছলনায়
আমার চিন্তা চেতনায় তুমি প্রগাঢ় বিশ্বাস,
তুমিই আমার জীবনের শেষ নিঃশ্বাস।
আপনার মন্তব্য লিখুন