নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      সোমবার ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জেন-জি’র যাদুতে রঙ্গিন ব্রাহ্মণবাড়িয়া

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:২৫ পূর্বাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে

মোহাম্মদ সাব্বির ॥ ময়লায় স্তুপ গলি, পোস্টার আর বিজ্ঞাপনে গেড়া দেয়াল,তীব্র যানজট। ব্রাহ্মণবাড়িয়ায় এই পরিবেশন ছিল দীর্ঘদিন যাবত। জেন-জি’র যাদুতে বদলে গেছে সেই পরিবেশ।
জেলা শহর থেকে শুরু করে উপজেলা, ইউনিয়ন,গ্রাম,স্কুল-কলেজ, হাসপাতালসহ প্রায় প্রতিটি দেয়াল এখন গ্রাফিতি ও দেয়াল লিখনে রঙ্গিন। ময়লা আর্বজনা মুক্ত রাস্তা আশপাশ এবং এলাকার অলি-গলি। এ যেন নতুন বদলে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় অবস্থিত খ্রিষ্টিয়ান ব্যাপ্টিস্ট চার্চের সীমানাপ্রাচীরে মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ওমর ও উসাইদ মোহাম্মদের আঁকা ‘স্বাধীনতার সূর্যোদয়’সহ বেশ কয়েকটি গ্রাফিতি ও দেয়াল লিখন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর। জেন-জি’র ভাষায় দি¦তীয় স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। আর এই স্বাধীনতা অর্জনের পর তারা কাজে লেগে যায় দেশ সংস্কারের।
একদল জেন-জি আন্দোলনের সময়কার নানা লেখা মুছে রং-তুলি দিয়ে দেয়ালে দেয়ালে লিখছেন দেশ গড়ার ও সমাজ বদলের নানা সচেতনতার স্লোগান। লিখেছেন আন্দোলনের সময়ের নানা স্লোগানও। আরেক দল কাজ করছেন যানযট নিয়ন্ত্রণে, ছিনতাই-ডাকাতি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছেন অনেকেই। কাজ করেছেন বাজারে দীর্ঘদিনের সিন্ডিকেট-চাঁদাবাজি রুখে দেওয়ার। তাদের এই কাজে শারিরীক এবং মানুসিক সাপোর্ট দিয়েছেন অভিবাভকরা । রাজধানী ঢাকা থেকে শুরু সারাদেশে দেশেই এই সংস্কারের কাজ চলছে। এই কাজ করে প্রশংশিত হয়েছেন জেন-জি।
১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো জেন-জি বা জেনারেশন জেড। এবার তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাধ্যমে আলোচনায় এসেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন
অনুবাদ করুন »