জেলা আওয়ামীলীগের মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলা তাঁতীলীগের আলোচনা সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:০৭ পূর্বাহ্ণ , ৭ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জননেতা আল মামুন সরকার বলেছেন আগষ্ট মাস শোকের মাস। আমরা এ মাসকে পুরোপুরী কর্মসূচীর ঘোষনা করেছি। আগষ্টের কর্মসূচীর অংশ হিসেবে আমরা সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে এডিশ মশা নিধনে বাড়ীর আঙ্গিনায় পরিস্কার পরিচ্ছন্নতা ও সমাজ থেকে মাদক ধ্বংস করতে একযোগে কাজ করে যাচ্ছি। আগষ্ট মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলা তাঁতীলীগের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমীতে তাঁতীলীগ সভাপতি আসাদুজ্জামান খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলাল এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে মুজিব আদর্শকে ধারণ করার জন্য প্রত্যেক নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুজিবুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খাঁন খোকন, জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলা উদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক আশা খান, শহর আওয়ামীলীগের সহ সভাপতি আবিদুর রহমান দেওয়ান, জেলা কৃষক লীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন জীবন,শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল। এসময় জেলা তাঁতীলীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন দেলু, সেলিম মিয়া, কিবরিয়া চিশতি, এম এ কে মোরাদ, হোসেন সরকার জয়, আহমদ উল্লাহ রনি, সদর তাঁতীলীগের আহবায়ক তাজদিদ রহমান, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, আক্তার মিয়া, সাজু মিয়া, পৌর তাঁতীলীগের আহবায়ক হানিফ মিয়া, শিহাব উদ্দিন অপু, আশুগঞ্জ উপজেলা আহবায়ক সোহেল মিয়া, যুগ্ম আহবায়ক আল আমিন, জামাল খন্দকার, সানু সানাউল্লাহ, বিজয়নগর উপজেলার আহবায়ক আনিসুর রহমান আনিস, যুগ্ম আহবায়ক সেলিম মিয়া,রুবেল মিয়া শাহীন মিয়া, জেলা ছাত্রলীগের মান্না ও ইকরাম, মেহেদী হাসান প্রমুখ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
আপনার মন্তব্য লিখুন