নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শুক্রবার ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা নাগরিক কমিটির সভায় এড. লোকমান হোসেনকে সংবর্ধনা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ , ২১ জুলাই ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

জেলা নাগরিক কমিটির কার্যকরী পরিষদের সভায় এড. লোকমান হোসেনকে সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির কার্যকরী পরিষদের সভা ও সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. মোঃ লোকমান হোসেনের সংবর্ধনা গত শনিবার সন্ধ্যায় ট্যাংকেরপাড়স্থ জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ বজলুর রহমানের চেম্বারে অনুষ্ঠিত হয়েছে। জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. মোঃ হাবিব উল্লাহ্’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ইস্কান্দার মিয়া, হাজী সাঈদুর রহমান সর্দার, হাজী আবদুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আব্দুল মালেক, এহছান উল্লাহ্ মাসুদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন শাহীন, আইন বিষয়ক সম্পাদক মাসুম মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আবু কাউছার, কার্যকরী সদস্য এড. এ কে এম শামসুদ্দিন, আবুল হোসেন প্রমুখ। এ সময় জেলা নাগরিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ্, হাজী ফরিদ ক্বারী, আবু বকর সিদ্দিকী, শাসুদ্দিন আহম্মদ, মোজাম্মেল হক, ফারুক আহমেদ ভূইয়া, মোঃ আলমগীর, মোঃ শাহ আলম, তাজুল ইসলাম, ফরিদ আহমেদ, আবু হাসান, এইচ এম এম জামান, গোলাম রব্বানী, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আলী, আক্তারুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। সভায় বিগত কার্যবিবরণী পাঠ দৃঢ়করণ, জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন সম্পর্কেকে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, সাংগঠনিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোকপাত করাহয়। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জেলা নাগরিক কমিটির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব এড. লোকমান হোসেন নির্বাচিত হওয়ায় তাঁকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
অনুবাদ করুন »