টি-২০ সিরিজ খেলতে ভারতে যাচ্ছে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দল বাংলাদেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৫ পূর্বাহ্ণ , ৬ মে ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
বাংলাদেশ- ভারত দ্বিপাক্ষিক টি-২০ হুইলচেয়ার ক্রিকেট সিরিজ খেলতে ভারত যাচ্ছে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দল বাংলাদেশ ।
৭ই মে থেকে ১০ই মে ভারতের কলকাতায় এন কে ডি স্টেডিয়ামে ৩ ম্যাচের এই টি-২০ সিরিজটি অনুষ্ঠিত হবে ।
শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সিরিজ নিয়ে কথা বলেন ড্রীম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. হেদায়েতুল আজিজ মুন্না।
তিনি জানান, টি-২০ হুইলচেয়ার ক্রিকেট সিরিজ জয়ের লক্ষে ৬ই মে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসে কলকাতার উদ্দেশ্য রওয়ানা দিবে ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দল বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে তিনি ড্রীম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন এবং ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দল বাংলাদেশকে যারা বিভিন্ন সহায়তা করছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । সংবাদ সম্মেলন শেষে জার্সি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীন, সাবেক সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড.লোকমান হোসেন, ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. সাইফ উদ্দিন খান শুভ্র, ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুল মালেক, প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন