ডেঙ্গু রোগ প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ , ৮ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রতিনিধি :এডিস মশা নিধন ও ডেঙ্গু রোগ প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত চত্বরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মোঃ সফিউল আজম। এ সময় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ লোকমান হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মামুনসহ বিচারক ও আইনজীবীগন উপস্থিত ছিলেন। এছাড়ও শহরের নিয়াজমুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে পৌর মেয়র মিসেস নায়ার কবিরসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন