নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শুক্রবার ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

তিতাস নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে রবিবার আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে তিনটায় শহরের দক্ষিণ প্রান্তের শিমরাইলকান্দি নদী ঘাট এলাকায় নৌকা বাইচের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। প্রায় তিন কিলোমিটার দূরত্বে গিয়ে মেড্ডার কালা গাজির মাজার এলাকায় গিয়ে শেষ হয় নৌকা বাইচ। জেলা প্রশাসন আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদী স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক(অব.) গ্রেড-১ অধ্যাপক ফাহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার,বিজিএফ সিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তৌফিকুর রহমান তপু । প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অধিকারী সরাইল উপজেলার ওসমান উল্লাহর দলকে ১৩ সেফটিক ফ্রিজ ও নগদ ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী নাসিরনগরের হরিপুর ইউনিয়নের দেওয়ান আতিকুর রহমান আঁখি দলকে ৪০ ইঞ্চি সনি এলইডি টিভি এবং তৃতীয় স্থান অধিকারী নবীনগরের মোর্শেদুল ইসলাম লিটনের দলকে ২০ ইঞ্চি এলইডি টিভি। এছাড়া অংশগ্রহনকারী প্রত্যেক দলকে নগদ ২০ হাজার টাকা ও একটি ওভেন প্রদান করা হয়।বিকালে জেলার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী কিশোরগঞ্জের নিকলী থেকে মোট ১৩টি দল তাদের সুসজ্জিত নৌকা আর রং বে-রঙ্গের বাহারি পোশাক পড়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়। বাদ্যযন্ত্রের তালে তালে মাঝিদের ভাটিয়ালী গান আর পানিতে বৈঠার ফেলার ছপ ছপ শব্দ যেন একাকার হয়ে গিয়েছিল তিতাস নদী। উৎসব আমেজে নৌকা বাইচ দেখতে তিতাস পাড়ে ভীড় জমায় জেলার ও আশপাশ উপজেলা এমনকি পার্শ্ববর্তী জেলার নারী-পুরুষ শিশু বৃদ্ধসহ সর্বস্তরের নীরব নিস্তব্দ তিতাস পাড় হয়ে উঠে হাজার হাজার মানুষের কোলাহলে মুখরিত। শহরের পূর্ব পার্শ্বে অবস্থিত তিতাস পাড়ে জমায়েত হয়ে নৌকা বাইচ দেখার জন্য। কেউ কেউ ছোট নৌকা ভাড়া করে পরিবার পরিজন নিয়ে নদীর বিভিন্ন স্থানে অবস্থান নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পরিমান পুলিশ দায়িত্ব পালন করছে। সে সাথে নৌ-পুলিশ, মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসের টিম প্রতিযোগিতার নিরাপত্তার দায়িত্ব পালন করছে। সন্ধ্যার ঠিক পূর্ব মুহুর্তে শেষ হয় নৌকা বাইচ প্রতিযোগীতা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
« Aug    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন
অনুবাদ করুন »