দপ্তরীকে নির্যাতন : এস আই প্রত্যাহার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১০ পূর্বাহ্ণ , ৬ আগস্ট ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় এক স্কুল দফতরিকে নির্যাতন করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জামিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলমগীর হোসেন জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।উল্লেখ্য গত শনিবার রাতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের খাকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী মো. উবায়দুল্লাকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর চেষ্টা করে তাকে মারধর করেন এসআই জামিরুল ও তার সঙ্গে থাকা পাঁচ পুলিশ সদস্য। মাথা ও কানে তাদের এলোপাতাড়ি কিল-ঘুষির কারণে ওবায়দুল্লাহর কানের পর্দা ফেটে যায়। পরে আড়াই হাজার টাকা দিয়ে ছাড়া পান তিনি। এ ঘটনায় সোমবার এসআই জামিরুলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন ওবায়দুল্লাহ।
আপনার মন্তব্য লিখুন