নতুনমাত্রা সদস্য মোহাম্মদ সাব্বির ও নুসরাত জাহান জেরিনকে শুভেচ্ছা জ্ঞাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ , ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগেনিউজ ডেস্ক:ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক নতুনমাত্রা পত্রিকা ও সর্বপ্রথম অনলাইন নিউজ পোর্টাল নতুনমাত্রা টোয়েন্টিফোরের সদস্য, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাব্বির গত ২০ মে বাংলাদেশের অন্যতম সংবাদমাধ্যম ইত্তেফাক মাল্টিমিডিয়ার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয় এবং সাপ্তাহিক নতুনমাত্রা পত্রিকার সদস্য ও নতুনমাত্রা সাংস্কৃতিক সংগঠনের প্রধান সমন্বয়ক আবৃত্তিশিল্পী ও কবি নুসরাত জাহান জেরিন গত ৭ জুন জাতীয় দৈনিক ঐশী বাংলার ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়। নতুনমাত্রার সদস্যযুগলকে শুভকামনা জানাতে গতকাল বৃহস্পতিবার নতুনমাত্রা কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসময় নতুনমাত্রা সদস্য মোহাম্মদ সাব্বির ও নুসরাত জাহান জেরিনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন নতুনমাত্রা সম্পাদক আল আমিন শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন নতুনমাত্রা সদস্য বাচিক শিল্পী নাজিম ফারুক চৌধুরী পাবলো,অভিনয় শিল্পী সৈয়দ মারুফ, হাবিবুল হক রাজ্জি প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন