নবীনগরে বীকন ফার্মা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ , ২২ জুলাই ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেসংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ এ.আর.এম উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে বীকন ফার্মা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন অনুষ্ঠিত হয়। বীকন ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর আয়োজনে এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজে অবক্ষয় রোধে খেলাধুলা একটি অন্যতম মাধ্যম উল্লেখ করে বলেন, বীকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক আমাদের প্রিয় নেতা স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল মহোদয়ের একান্ত ইচ্ছা স্থানীয় যুবকদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করে জাতীয় পর্যায় খেলোয়ার সৃষ্টি করা। তাঁর এই লক্ষ্যকে সামনে রেখে টুর্নামেন্টের শুভ সুচনা। তেজখালী আর্দশ ফুটবল একাদশ ও সোনারামপুর ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের প্রথম খেলাটি উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। উত্তেজনাপূর্ন উদ্বোধনী খেলায় সোনারামপুর ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে তেজখালী আদর্শ ফুটবল একাদশ জয়ী হয়। বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৬টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশগ্রহন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সাদেক,থানার অফিসার ইনচার্জ রনোজিত রায়,প্রেসকাব সভাপতি মাহাবুব আলম লিটন,প্রধান শিক্ষক আহম্মদ আলী। বক্তব্য রাখেন,সলিমগঞ্জ ইউপি আ’লীগ সভাপতি মাইনুল হক সিকদার,লুৎফর রহমান লাল মিয়া, অলিউর রহমান, জাহাঙ্গীর আলম প্রমূখ। খেলায় ধারাভাষ্যে ছিলেন কুমিল্লার জনপ্রিয় ধারাভাষ্যকার মোঃ রাসেদুল আল-আমিন রাসেল ।
আপনার মন্তব্য লিখুন