নাসিরনগরে আন্তর্জাতিক নারী দিবসে র্যালি আলাচনা সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ , ৮ মার্চ ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেসায়মন ওবায়েদ শাকিল:আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “প্রজন্ম হউক সমতার সকল নারীর অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় র্যালি ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ রবিবার নাসিরনগর উপজলা প্রশাসনের সহযাগিতায় উপজলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নারী দিবসের আলাচনা সভায় সহকারী কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন হরিদাসি উইমেন এন্ড চাইল্ড কেয়ার নিউট্রিশন কদ্রর নিবার্হী পরিচালক ড. মারুফা খাঁন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, হরিদাসী এনজিও সভাপতি ও প্রধান আলোচক মারুফী খান, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ তারেক, মহিলা নেত্রী সৈয়দ হামিদা লতিফ পান্না, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলাম প্রমূখ।সভায় বক্তারা নারীর সমতা ও ক্ষমতায়নের মাধ্যমে নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়ছেন। তাই নারীদেরকেও সুদূর জাতি গঠনে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
আপনার মন্তব্য লিখুন