নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      বৃহস্পতিবার ৮ই জুন, ২০২৩ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নাসিরনগরে ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার পেয়ে কৃষকের মুখে হাসি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ , ২ ডিসেম্বর ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

আকতার হোসেন ভুইয়া ॥ সময়ের চাহিদা মেটাতে নাসিরনগরে এসছে জাপানের তৈরি অত্যাধুনিক ধান কাটা মেশিন কম্বাইন্ড হারভেস্টার। কৃষি শ্রমিকের সংকটের কারণে প্রায় প্রতি মৌসুমেই ধান কাটা নিয়ে বিপাকে পড়েন কৃষকরা। কাটার উপযোগী হওয়ার পরও ধানজমি থেকে ঘরে তুলতে পারে না তারা। ফলে অনেক সময় মাঠেই নষ্ট হয়ে যায় ফসল। তবে আধুনিক যন্ত্র ব্যবহার করলে কৃষকরা এ বিড়ম্বনা থেকে রক্ষা পাবে।এ ধরণের একটি যন্ত্র এক সঙ্গে ধান কাটা ও মাড়াইয়ের কম্বাইন্ড হারভেস্টার। তাই ধান কাটার অত্যাধুনিক এ মেশিনটি পেয়ে কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে। নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রামের আবুল বাসার নামের এক ব্যক্তি প্রথমবারের মত এই মেশিন সংগ্রহ করেন। আজ সোমবার সকালে চৈয়ারকুড়ি গ্রামে ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে কৃষক কম্বাইন্ড হারভেস্টার দিয়ে জমির ধান কেটে ও মাড়াই করে উপস্থিত অতিথি ও কৃষকদের দেখান। কৃষক ইনসাব আলী জানান,এই মেশিন ব্যবহারের মাধ্যমে ধান কাটা ও মাড়াইয়ে ৫০ থেকে ৬০ শতাংশ খরচ কমানো যায়।এই তিন ধরনের কাজ শ্রমিক দিয়ে করাতে হলে চাষীর খরচ পড়ত দ্বিগুণ।
মেশিনের মালিক আবুল বাসার জানান এ মেশিনে ধান কাটা,খর কাটা ও মাড়াই সুবিধা-তিন ধরনের সুবিধা একসাথে পাবে কৃষকরা। এর ফলে কৃষকরা স্বল্প সময়ে কম খরচে তাদের ধান কেটে ঘরে তুলতে পারবেন।তবে শুরুতেই কৃষকদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আর এ মেশিনটি আনার পর কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিচ্ছুজ্জামান জানান,বিশ্বের বিভিন্ন কৃষিপ্রধান দেশে উন্নত প্রযুক্তির ধান কাটার এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার হয়ে থাকে। জাপানের তৈরি অত্যাধুনিক এই ধান কাটা মেশিনটি গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা বেশ উপকৃত হবে। চাষীদের সময়,অর্থ সাশ্রয় ও শারীরিক কষ্ট লাঘব হবে এ মেশিনটি ব্যবহারের মাধ্যমে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

জুন ২০২৩
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« মে    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
আরও পড়ুন
অনুবাদ করুন »