নাসিরনগরে মাদক ব্যবসায়ী আটক।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ , ২৩ মে ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেপ্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইয়াবাসহ ফয়সাল মিয়া (২৮)নামে একজনকে আটক করেছে হবিগঞ্জ র্যাব-৯ ক্যাম্পের একটি দল। এসময় তার কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ফয়সাল মিয়া ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছফিল উদ্দিনের ছেলে।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হবিগঞ্জ র্যাব-৯ সিপিসি-১ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড়বাড়ি নামক রাস্তা থেকে তাকে গ্রেফতার করে। রাতেই র্যাব গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নাসিরনগর থানায় উদ্ধারকৃত ১৯০০ পিস ইয়াবাসহ হস্তাস্তর করে ।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ফয়সাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। শনিবার রাতে ১৯০০ পিস ইয়াবাসহ হবিগঞ্জ র্যাব-৯ এর সদস্যরা আটক করে থানায় হস্তাস্তর করেছে। এঘটনায় গতকাল রবিবার ফয়সালকে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন