পথচলা —— নুসরাত জাহান জেরিন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ , ১৩ অক্টোবর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
পথচলা
—— নুসরাত জাহান জেরিন
শোভাময় গন্ধে গাঁয়ের মেঠোপথে,
এলোচুলে জলেস্থলের অন্তরালে!
কাঁটাভরা চিন্তায় ¯িœগ্ধ শীতল জলে,
হেঁটে চলেছি ঘাত প্রতিঘাতে!
স্বপ্নভঙ্গ অশুদ্ধ মননশীলতায়,
লোভার্ত চিন্তায় হীনমন্যতায়!
জাগ্রত সুপ্ত মন রঙিন আভায়,
কাব্য বুনি খুঁজি তাঁরে সাধনায়!
প্রাণের স্পন্দন পাই ভাবনায়,
সত্য সুন্দর কাব্য উপস্থাপনায়!
মন রাজ্যে নীলচে বিষাদচূড়ায়
নিস্তেজ সব তাঁর আগমনবার্তায়!
কাব্যের চাদরে ছন্দের মেলবন্ধনে,
জলপ্রপাতে হারাই যেন প্রেমানন্দে!
আলিঙ্গন করি দুঃখকে উপভোগে,
ভাগাভাগি করি সুখ যা আছে মনে!
অব্যক্ত কাব্য বহিঃপ্রকাশে,
বিধিনিষেধের বেড়াজালে!
ধ্যানে জ্ঞানে ম-ম চিত্তে,
হতাশাব্যাঞ্জনা বুকে পুষে,
মিনতি করি প্রভুকে!
রেখো না আমাকে কাব্যহীনা,
হৃদয়ে মননে জাগে অগ্নিবীণা!
আপনার মন্তব্য লিখুন