পাটক্ষেতে কৃষকের মরদেহ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ , ১৪ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের তিনদিন পর শাহাদাত খাঁ (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৪ আগস্ট দুপুরের দিকে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বীরগাঁও গ্রামের শাহাদাত পেশায় কৃষক ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত তিনদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন শাহাদত খাঁ। নিখোঁজের তিনদিন পর বুধবার দুপুরে এক রাখাল গরু নিয়ে মাঠে যাওয়ার সময় স্থানীয় মালিক ভরসা আস্তানার পেছনের একটি পাটক্ষেতে শাহাদাত খাঁর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে ওখান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন