পৌর ডিগ্রী কলেজে মোকতাদির চৌধুরী এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ , ২৮ জুলাই ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেরোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের গভর্ণিং বডির চেয়ারম্যান র. আ. ম উবাযদুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য ও পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, প্রতিষ্ঠানের অধ্যক্ষ হরিলাল দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, কাউন্সিলর আবুল বাশার, সাবেক কাউন্সিলর শেখ মোঃ মহসিন, এম এইচ মাহবুব আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভাপতির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিরলসভাবে কাজ করতে হবে। অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে, এই ধারা অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন