প্রকৃতির বন্দনা—ইমরানুল ইসলাম
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ , ২৮ ডিসেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
প্রকৃতি অপ্রতিদ্বন্দ্বী রূপে নিত্য হাজির
অপরূপ সাজে সজ্জিত কৃতিত্ব স্রষ্টার।
আলোকসজ্জা নব এষণা শ্বাশত
জীবকুল সৃষ্টির তরে মুখবন্ধ।
বিশাল বিশ্বে সর্বত্র সৌন্দর্যের নীড়
অভিনব দৃশ্য খোঁজাখুঁজির ভীড়।
বিপুল রূপের মাঝে সঠিক ভারী মুশকিল
চোখ ধাঁধানো দৃশ্যে মুগ্ধ দিবালোকে জটিল।
অভ্রভেদী ইচ্ছার কোলে আমাদের নিবাস
হিমাংশুর দেশে কল্পনার বসবাস।
আঁখি জলে ডুবে থাকা হাজারো অনাথ
প্রকৃতি ছাড়া আর কেউ দেয়না ভাত।
নানান দেশের নানান মত
আত্মবিভোর অনেকে হারায় পথ।
প্রকৃতির শীতল বুকে স্নিগ্ধ সমীর
বিশুদ্ধ বাতাসে আজ অনেকে আমীর।
প্রকৃতি সবার তরে সমান
জল,জলদ,দুঃখ -বেদনা ও পবন।
কর্মগুণে ললাট হয় পরিবর্তন
প্রকৃতি মানবের তরে দেয় বির্সজন।
আপনার মন্তব্য লিখুন