প্রবাসী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে জীবাণুনাশক সাবান বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ , ২৪ মার্চ ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসায়মন ওবায়েদ শাকিল : করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতার অংশ হিসেবে প্রবাসী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ৪ টি সংগঠনের প্রধানদের কাছে জীবাণুনাশক সাবান বিতরণ করা হয়। প্রবাসী ফোরামের সভাপতি মাসুকুল কবির এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সাধারণ সম্পাদক অলি মিয়া,ইকবাল ভূইয়া,খায়ের মিয়া,ফরিদ মিয়া,আন্নু মিয়া,সাদ্দাম হোসেন, নোমান, কামাল,ফকরুল ইসলাম কাজল প্রমুখ।
প্রবাসী ফোরামের সভাপতি মাসুকুল কবির জানান করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতার অংশ হিসেবে জীবাণু নাশক সাবান বিভিন্ন এলাকার জনসাধারণের মাঝে বিতরণের জন্য আলোর সিঁড়ি সেবা সংগঠন, রোটারেক্ট ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া সিটি, ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংক,স্বপ্নের যাত্রা মানব কল্যাণ সংগঠন সহ মোট ৪ টি সংগঠনের মাঝে সাবান প্রেরণ করা হয়। এসময় তিনি সৌদি প্রবাসী কবির হোসাইন সহ অনন্য প্রবাসী ফোরামের সদস্যদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
আপনার মন্তব্য লিখুন