বাংলা–রিয়াজ ইনসান
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ , ২ মার্চ ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
বসন্ত পাখি’রে তুই কিচিরমিচির করিস বাড়ুই
ফেব্রুয়ারী’ র একুশে’তে ফুলেল ঠোঁটে উড়িস,
আমার ভাইয়ের রক্ত মিনার স্মরণ করে কাঁদিস!
বাংলা ভাষার দেশটি রে তোর প্রাণে ভাল বাসিস।
ম থেকে মা-ব থেকে বই, অ থেকে ঔ-ক থেকে কই
বর্ণমালা বাংলা যে আজ মহা-বিশ্বের বিষ্ময়,
আকাশ-পাতাল বাংলা নামের স্থান করেছে জয়
মায়ের ভাষায় দেশের ভাষায় জাতি ভুলেছে ভয়।
“উনিশো বায়ান্ন সাল” রফিক শফিক বরকত আওয়াল
আব্দুল জব্বার কিশোর ভাইয়ার শহীদ রক্তের ফসল,
মাতৃভাষা বাংলা আমার ছাপ্পান্ন’য়ের বিধান সভার-
দুইশত চৌদ্দ ধারার রাষ্ট্রভাষায় সাক্ষর।
না জানি কতো খানি বাংলা নামের মানুষ ক্ষণি
রক্ত দিয়ে ছিনিয়েছে বাংলা ভাষার স্থান-
কোনদিনও হবেনা যেন-দেশের মাটি মানুষ যেন
ভাষার জন্য মাটির জন্য আর কোন অপমান।
একাত্তরের স্বাধীনতা বাংলা মাটির মুক্তির কথা
“তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ।”
মুক্তি আমার অজস্র ভাইয়ের মুক্তি আমার কবিতা গানের,
মুক্তি আমার মা জননী’র বন্ধু স্বজন খোলা অবণীর
বঙ্গবন্ধু স্যাটেলাইট আজ মহাকাশে চলমান।
দেবোনা হতে আর কোনদিন বাংলা ভাষার অপমান
যে ভাষা দানিয়েছে আমাদের লাখো শহীদের প্রাণ,
নিশ্বাস তব ছেড়ে যাবে তবুও ছাড়বো না মাটি-গান
কবির কবিতায় শিল্পীর গানে বাংলা আমাদের প্রাণ।
আপনার মন্তব্য লিখুন