নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      রবিবার ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাক-প্রতিবন্ধী নাসরিনের সিজার অপারেশন হলো

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৩১ পূর্বাহ্ণ , ১৩ জুন ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি: ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়স্থ যুমনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বাক-প্রতিবন্ধী নাসরিন আক্তার (২৫) নামে এক বাক-প্রতিবন্ধী প্রসূতি মায়ের সিজার অপারেশন করা হয়েছে। জন্ম নিয়েছে ফুটফুটে সুস্থ কন্যা শিশু।

সোমবার (১২ জুন) যমুনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে বিনামূল্যে ছাড়পত্র নিয়ে রোগী ও নবজাতক শিশু বাড়িতে ফিরেছেন।
এর আগে শুক্রবার রাত আটটার দিকে সিজার অপারেশনটি করেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গাইনী কনসালটেন্ট ডা. তাসনুভা সাঈদ।
নাসরিন আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের শারিরিক প্রতিবন্ধী হাবির মিয়ার স্ত্রী।
নাসরিনের মা অজুফা বলেন, নাসরিনকে বিয়ে দেওয়ার পর স্বামীসহ নাসরিককে দুর্গাপুর আমার কাছে রাখি। শুক্রবার নাসরিনের প্রসব ব্যথা উঠে। পরে যমুনা হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পর হাসপাতালের মালিক জুলফিকার আলী বিনামূল্যে আমার মেয়েকে ভর্তি করেন। এদিন রাতেই সিজার করেন। হাসপাতালে কোন টাকাই দিতে হয়নি।
যমুনা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার আলী বলেন, শুক্রবার জেলা সদর হাসপাতালে সিজার অপারেশন বন্ধ থাকে, যেকারনে রোগীর সিজার অপারেশন সদরে করা যায়নি। পরবর্তীতে যুমনা হাসপাতালে আসেন তারা। নাসরিন ও তার স্বামী প্রতিবন্ধী জেনে হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে নাসরিনের সিজার অপারেশন করি। তারা এতই অসহায় চিকিৎসা করার মত কোন টাকাই ছিল না। যমুনা হাসপাতালে এর আগেও বিনামূল্যে এক বৃদ্ধার অপারেশন করেছি। সাধ্যমতো গরীব রোগীদের সেবায় দেওয়ায় যমুনা হাসপাতালের লক্ষ্য।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন
অনুবাদ করুন »