বিএমটিএ ও বিএমটিপি”র উদ্যোগে হ্যান্ড সেনিটাইজার মাস্ক বিরতণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ , ২৪ মার্চ ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসায়মন ওবায়েদ শাকিল : বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন(বিএমটিএ) ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক তত্বাবধানে ২৪ মার্চ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল হাসপাতালের ল্যাবরেটরী বিভাগ,রেডিওলজী বিভাগ,ফিজিওথেরাপি বিভাগ ও ডেন্টাল বিভাগের মেডিকেল টেকনোলজিস্টদের মাঝে বিনামূল্যে হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক বিরতণ করা হয়।
এই কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন মাহমুদুল হাসান শিমুল, রিয়াদুজ্জামান রিপন,মেহরাজ হোসেন,প্রান্ত মল্লিক,প্রিয়তোষ চৌধুরী,এনায়েত খান,মাহবুব আল মাসুম,সাব্বির,অমিত সাহা,সাকিব,ইউসিআইএমটি ছাত্র সংসদের প্রতিনিধি সায়মন ওবায়েদ শাকিল সহ সকলেই উপস্থিত থেকে কার্যক্রম সফল করতে সহায়তা করেন।
কার্যক্রমের প্রধান সময়ন্বয়ক বিএমটিএ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক এস এম জুনায়েদ ইসলাম বাপ্পী মেডিকেল টেকনোলজিস্টরা করোনা ভাইরাস থেকে নিজদের সুরক্ষার জন্য প্রতিটি ল্যাবে পারসোনাল প্রোটেকটিভ ইকুবমেন্ট (PPE)দেওয়ার জোর দাবী জানান ।
আপনার মন্তব্য লিখুন