বিজয়নগর এলাকা থেকে ইয়াবা সিএনজি সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ , ২ আগস্ট ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলকায় অভিযান চালিয়ে ইয়াবা ও সিএনজি সহ ১ মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব -১৪ ভৈরব ক্যাম্পর সদস্যরা। র্যাব জানায়,ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে সবুজ রংরের নাম্বার প্লেট বিহিন একটি সিএনজি মাদকদ্রব্য ইয়াবা বহন করে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছে। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২ আগষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মনতলা “নূর মোহাম্মদ ফানিচার দোকানের” সামনে পাকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে সিএনজি তল্লাশী করতে থাকে। তল্লাশীকালে ১৮.০৫ টায় পূর্ব সংবাদ প্রাপ্ত সবুজ রংরের নাম্বার প্লেট বিহিন সিএনজিটি আসতে দেখে র্যাব সদস্যরা থামার সংকেত দিলে সিএনজি চালক সিএনজি রেখে পালানোর চেষ্টা কালে মোঃ জাহের মিয়া (৩০)গ্রাম-দুর্লভপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ’কে আটক করেন। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ৮৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং বহনকারী ০১ টি সিএনজি উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৭,৪৬,০০০/- টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন