ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫হাজার টাকাতেই জাদু পিসি কম্পিউটার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ , ৩ আগস্ট ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
প্রতিবেদক : টেলিভিশনকে বিনোদনের মাধ্যমের পাশাপাশি জাদু পিসি কম্পিউটার হিসেবে বিকল্প ব্যবহারের পদ্ধতি নিয়ে ৩দিনের প্রদর্শনী ব্রাহ্মণবাড়িয়ার কসবার দেলী হাই স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়। বৃহম্পতি, শুক্র ও শনি তিন দিন নিজ অর্থয়ানে প্রদর্শনীর আয়োজন করেন বাংলাদেশি তথ্যপ্রযুক্তিবিদ জাদু পিসির প্রতিষ্ঠাতা মাশরুম হান্নান।
এই প্রদর্শনী উদ্বোধন করেন জনস্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক প্রফেসার ডাক্তার আব্দুল হান্নান। মো: মাজু সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠান শনিবার দুপুরে সমাপনি দিনে বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, মফিজুল ইসলাম, জমিদার মাস্টার, ডাক্তার বদিউল আলম মিলন, মো: মহসিন মাস্টার, মো: জহিরুল ইসলাম,জাদু পিসি প্রতিষ্ঠানের নাফিস হায়দার চৌধুরী প্রমুখ।
এছাড়া শতাধিক ছাত্র,শিক্ষক ও জনপ্রতিনিধি,ইমাম,মুক্তিযোদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন।
তুলনামূলক অনগ্রসর,স্বল্প আয়ের এবং আধুনিক সুবিধাবঞ্চিত গ্রাম এলাকাগুলোতে জাদুপিসি কার্যক্রম ছড়িয়ে দিতে এই জাদু পিসির প্রদর্শনী বলে বিক্রয় ও সরবরাহ পরামর্শক সাকিব নুর বিল্লাহ জানান।
৫হাজার টাকাতেই জাদু পিসির ছোঁয়ায় একটি পূর্ন ডেস্কটপ কম্পিউটার হয়ে যাবে। তিন দিনের গ্রার্মীন প্রদর্শনীতে প্রায় ২০টি জাদু পিসি বিক্রি হয়েছে বলে এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাশরুম হান্নান সাংবাদিকদেরকে জানান।
আপনার মন্তব্য লিখুন