ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ , ২৫ জুলাই ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ বৃহস্পতিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হওয়া অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ৭ঘন্টা পর স্থগিত ঘোষনা করা হয়েছে। দুপুরে মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সাথে জেলা প্রশাসক হায়াত-উদ-দোলা খান ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে ঘন্টা ব্যাপী বৈঠক হয়। জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক শেষে প্রশাসনের আশ্বাস এর প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বাস-মিনিবাস মালিক সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ। তবে ধর্মঘট প্রত্যাহার করা হলেও বিভিন্ন রোডে পরিবহন চলাচল সচল হয়নি। বৈঠকে উপস্থিত ছিলেন পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সহ নেতা কর্মীরা।
আপনার মন্তব্য লিখুন