ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্তের সংখ্যা ৪০৬ গত ২৪ ঘন্টায় ৫৩ জন করোনায় আক্রান্ত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ , ১২ জুন ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসায়মন ওবায়েদ শাকিল : ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪শ ছাড়ালো। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৩ জন।
এর মধ্যে চিকিৎসক, পুলিশ এবং স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০৬ জনে। ১২ জুন শুক্রবার ঢাকা থেকে আসা ২৮৯ টি রিপোর্টে ৫৩ জনের করোনা পজেটিভ আসে। আক্রান্তরা হলো সদর উপজেলার ১৮ জন, কসবায় ২৭ জন, আখাউড়ায় ৩, নাসিরনগরে ৩ ও আশুগঞ্জের ২ জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে, আক্রান্তদের মধ্যে ২ জন পুলিশ সদস্য, ২ জন স্বাস্থ্য কর্মী ও ১ জন চিকিৎসক রয়েছেন।
এদিকে করোনার সংক্রমণ বাড়তে থাকায় জেলার কসবা পৌরসভার পর নবীনগর উপজেলার পৌর এলাকাকে ও রেড জোন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। এর ফলে শুক্রবার থেকে আগামী ২০ জুন পর্যন্ত পৌর এলাকায় জরুরি সেবা ছাড়া সকল প্রকার যানবাহন ও নৌ চলাচল বন্ধ থাকাছে।
আজ শুক্রবার বিকেল পর্যন্ত জেলায় ৪০৬ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মৃত রয়েছেন ৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৬ জন। এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় সংগ্রহ নমুনার মধ্যে ৫ হাজার ৪১২টি নমুনার ফল পাওয়া গেছে।
আপনার মন্তব্য লিখুন