রোববার ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ , ৩১ আগস্ট ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসংবাদদাতা : রোববার তিতাস নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। এদিন দুপুর ২টার দিকে জেলা শহরের তিতাস নদীর শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে মেড্ডা এলাকার কালাগাজীর মাজার পর্যন্ত সীমানায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবার আকাশ থেকেও ড্রোন ক্যামেরার মাধ্যমে তদারকি করা হবে এ প্রতিযোগিতা।শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও কিশোরগঞ্জ জেলা থেকে বেশ কয়েকটি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেবে। ইতোমধ্যে নৌকাবাইচ প্রতিযোগিতার সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নদীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।জেলা প্রসাশক আরও বলেন, প্রতিযোগিতা চলাকালে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন। এবার ড্রোন ক্যামেরার মাধ্যমেও প্রতিযোগিতা তদারকির ব্যবস্থা থাকবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান, সহকারী কমিশনার প্রশান্ত বৈদ্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন