নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      রবিবার ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় লোক কবি রাধারমণ দত্ত স্মরণে সংগীতানুষ্ঠান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ণ , ২৮ জুলাই ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

লোক সংগীতের চর্চা এবং বিকাশে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে
————————————————–পৌর মেয়র মিসেস নায়ার কবীর

কাজী আলমগীর পলাশ : বিশিষ্ট লোক কবি, মরমী সাধক রাধারমন দত্তের স্মরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “তুমি চিনিয়া সঙ্গ লইও” শীর্ষক সঙ্গীতানুষ্ঠান হয়েছে। গত ২৭ জুলাই শনিবার রাতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র মিসেস নায়ার কবীর। ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে এবং বিশিষ্ট শিল্পী কাজী আলমগীর পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার,জেলা শিল্পী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম তৌছির,কবি দেওয়ান মারুফ,জেলা চেম্বারের পরিচালক মোঃ আবদুল মালেক,ক্রান্তি ব্যান্ডের প্রতিষ্ঠাতা ইমতিয়াজ খান শ্যামল ।
অনুষ্ঠানে লোক কবি রাধারমন দত্তের জীবন কর্ম নিয়ে আলোচনা করেন রাধারমন বিষয়ে গবেষক মানিক রতন শর্মা, গবেষক ও উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপন,সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, কাজী আলমগীর পলাশ।
সুর তাল সঙ্গীত নিকেতনের পরিচালক শিল্পী দেবাশীষ দেবুর সঙ্গীত পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সঙ্গীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহাজাদা, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পারুল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, আনন্দলোক সাংস্কৃতিক সংগঠনের পরিচালক আসিফ ইকবাল খান প্রমুখ।
সুরতাল সংগীত নিকেতনের সার্বিক সহযোগিতায় মেসার্স মরিয়ম ট্রেড ইন্টারন্যাশনাল এর সৌজন্যে সংগীতানুষ্ঠানে অংশ নেন শিল্পী আলমগীর পলাশ, ফারুক আহমেদ পারুল,সোহেল রানা,মোঃ শাহজাহান,দেবাশীষ দেবু, মোঃ আসলাম, সানজিদা শারমিন ফ্লোরা,অনিন্দিতা দেব তুষি, নিবেদিতা রায়, উর্মিলা প্রিয়া,ঝরণা আক্তার ও সুর তাল সংগীত নিকেতনের শিল্পীরা। যন্ত্র সংগীতে ছিলেন সুদীপ্ত সাহা মিঠু,দেবু, আব্দুর রাহিম,বিপু, বায়োজিদ,আইফাত, বাচ্চু,তানজিফ চৌধুরী, ইব্রাহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র মিসেস নায়ার কবীর বলেন, শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যকে সমুন্নত রাখতে হবে। লোক সংগীতের চর্চা এবং বিকাশে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে পারবে। কীর্তিমান সাধক শিল্পীদের স্মরণে এমনই অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে তিনি বলেন সাংস্কৃতিক ঐতিহ্য বিকাশে এমনই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চায় বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন অপসংস্কৃতি রোধ করে আমাদের দেশীয় সংস্কৃতিকে উজ্জীবিত করতে হবে। বিশ^ দরবারে আমাদেও সুনাম বৃদ্ধিতে সাংস্কৃতিক সংগঠনগুলোকে গতিশীল ভূমিকা রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন
অনুবাদ করুন »