ব্রাহ্মণবাড়িয়ায় স্ট্যান্ডার্ড ব্যাংক এর এ.টি.এম বুথ উদ্বোধন।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ , ২৯ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
স্টাফ রিপোর্টারঃ আজ ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড-এর এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকের প্রথম এ বুথটি উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও। শহরের প্রাণকেন্দ্র পুরাতন কাঁচারী সংলগ্ন মডেল প্লাজার নিচ তলায় এ বুথটি উদ্ধোধনের সময় অন্যান্যের মধ্যে ছিলেন ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক কাজী আব্দুল কাইয়ুম খাদেম, সুলতানপুর শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া শাখার ডেপুটি ম্যানেজার জিনাত আরা বেগম, দৈনিক সমতট বার্তার প্রকাশক সম্পাদক মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ লোকমান হোসেন, নতুন মাত্রার সম্পাদক আল আমীন শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী শাহআলম, কামরুল হাসান খাঁন, মোঃ আল আমীন, জসিম উদ্দীন সহ ব্যাংকের কর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনের সময় লায়ন ফিরোজুর রহমান ওলিও বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নানামুখি পদক্ষেপ বাস্তবায়ন করছেন। ব্যাংকিং সেক্টরেও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড গ্রাহক সেবার প্রসারে অত্যাধুনিক ডিজিট্যাল ব্যাবস্থা চালু করেছে। এ কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়ায় স্ট্যান্ডার্ড ব্যাংক এর প্রথম এটিএম বুথ চালু হয়েছে। তিনি ব্যাংক এর চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, এম.ডি, কর্মকর্তা কর্মচারিসহ সকলকে অভিনন্দন জানান। এ বুথটি চালু হওয়ায় গ্রাহক সেবার মান বৃদ্ধি ও ব্যাংকিং লেনদেন স্বাচ্ছন্দ হবে। তিনি ব্যাংক এর সেবা কাজে গ্রাাহকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আপনার মন্তব্য লিখুন