ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের স্বেচ্ছাসেবকদের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ , ২৭ মার্চ ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
সায়মন ওবায়েদ শাকিল : যুব রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের স্বেচ্ছাসেবকদের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান।বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব স্বেচ্ছাসেবকদের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান করেন জেলা পরিষদ ও ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসি। এসময় উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার রাকিবুল হাসান, যুব প্রধান ফয়সাল উদ্দিন ভূইয়া, উপ যুব প্রধান-১ সাহিদুল ইসলাম অপু, প্রশিক্ষক ও জনসংযোগ পরিকল্পনা বিভাগের প্রধান সায়মন ওবায়েদ শাকিল, সিরাজুল ইসলাম ইমন, ইমা আক্তার, তারিন, এশনা প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসি বলেন, সারা বাংলাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটও যেকোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত আছেন। আমাদের স্বেচ্ছাসেবকরা সদর হাসপাতাল সহ আশেপাশের হাসপাতালগুলোতে জীবাণুনাশক স্প্রে প্রদানের পাশাপাশি সচেতনতামূলক কর্মকান্ড করে যাচ্ছেন। আমরা ভবিষ্যতেও কাজ করে যাবো। তিনি করোনা মোকাবেলায় সচেতনতার পাশাপাশি সকলকে নিজ বাস ভবনে থাকার আহবান জানান।
আপনার মন্তব্য লিখুন