ভারতে তীব্র গরমে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৩৬ পূর্বাহ্ণ , ১৭ এপ্রিল ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ভারতের মুম্বাইতে তীব্র গরমের মধ্যে খোলা ময়দানে সরকারি পুরস্কার প্রদান অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার মহারাষ্ট্রের নাভি মুম্বাই এলাকায় ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে বলে রাজ্যটির উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস জানিয়েছেন। মারা যাওয়া সবাই খোলা ময়দানে রোদের মধ্যে বসেছিলেন বলে জানিয়েছেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহে্র ।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গরমে অসুস্থ হয়ে পড়া আরও প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। মহারাষ্ট্র রাজ্য সরকারের এ আয়োজনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে শিন্ডে ও ফাডনবিসও উপস্থিত ছিলেন।
নাভি মুম্বাই এলাকার একটি বিশাল মাঠে অনুষ্ঠান চলাকালে সেখানে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস। পুরস্কার প্রাপ্ত সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণ ধর্মাধিকারীর (আপ্পাসাহেব ধর্মাধিকারী) হাজার হাজার অনুসারী ওই খোলা মাঠে হাজির হয়েছিলেন। তীব্র রোদের মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন।
উপস্থিত লোকজনকে মঞ্চের অনুষ্ঠান দেখা ও শোনানোর জন্য অডিও ও ভিডিওর ব্যবস্থা করা হলেও রোদ থেকে বাঁচাতে কোনো ছাউনির ব্যবস্থা করা হয়নি।
মুখ্যমন্ত্রী শিন্ডে এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যায়িত করে যারা মারা গিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
তথ্য সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
আপনার মন্তব্য লিখুন