মাতাল মাদকতা–হোসাইন খুরশেদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ , ১৭ নভেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসংসারের হাজারো কাজ
করতে করতে..
করতে করতে..
তুমি যখন ঘামে ভিজে একাকার
আমি তোমার পাশে যাই
তুমি চমকে বলো-
এখানে এসেছো কেনো!
এখানে তো শুধুই-
ভ্যাপসা গরম..
আগুনের আঁচ..
ঘামের গন্ধ..
এখানে না, এসিটা ছেড়ে বেডরুমে বসো
এই তো আসছি তোমার কাছে।
শীতল হাওয়ায় আমার হৃদয় জুড়োয় না
দমবন্ধ হৃদয়ে খুঁজি ঘামের ঘ্রাণ
শুকনো পাতায় আগুন জ্বেলে
মানুষ যেমন উত্তাপ খোঁজে প্রচণ্ড শীতে
আমিও তেমনি প্রতীক্ষায় থাকি-
অধীর প্রতীক্ষায় খুঁজি তোমার ওম।
প্রিয়তমা আমার, তুমি হয়তো জানো না
তোমার ঘর্মাক্ত শরীরের ঘ্রাণই
পৃথিবীর সেরা সৌরভ
ভ্যাপসা গরমে.. উনুনের আঁচে..
লাল হয়ে ওঠা তোমার মুখমণ্ডলই
পৃথিবীর সবচেয়ে সুন্দর শিল্প
সেই স্বর্গীয় সৌরভ
সেই অপার্থিব সৌন্দর্য্য
আমাকে জাগিয়ে তোলে অবিনাশী তৃষ্ণায়।
আমি নেশায় বুঁদ হয়ে যাই..
আমি মাতাল হয়ে যাই..

View insights
153 post reach
You, Nusrat Jahan Jarin, MD Sami Ahamed Pranto and 5 others
4 comments
Seen by 2
Like
Comment
Share
আপনার মন্তব্য লিখুন