মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ছে আত্মহত্যার প্রবণতা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ , ২৪ জুলাই ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেডেস্ক:মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মহত্যা করার প্রবণতা বাড়ছে৷ আত্মহত্যার নিরিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কেও ছাপিয়ে গিয়েছে বর্তমান সময়৷ মার্কিন সরকারের জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান কেন্দ্রের এক গবেষণা প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে৷
ওই প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে আত্মহত্যার হার এখন সবচেয়ে বেশি৷ এর মধ্যে আদিবাসীরাই বেশি আত্মহত্যা করছে৷ ২০১৭ সালে প্রতি এক লাখে ১৪ জন আত্মহত্যা করেছিল৷ যা ১৯৯৯ সালের চেয়ে শতকরা ৩৩ ভাগ বেশি৷ গত বৃহস্পতিবার এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অথবা আলাস্কা অঙ্গরাজ্যের আদিবাসীদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। গবেষণায় দেখা গিয়েছে, সব বয়স, জাতিগোষ্ঠী ও শ্রেণির মধ্যে আত্মহত্যার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে ১৫ থেকে ২৪ বছরের তরুণদের মধ্যে আত্মহত্যার হার বেড়েছে সবচেয়ে বেশি।
গত বছরের প্রতিবেদনে বলা হয়েছিল, ১৯৯৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে আত্মহত্যার প্রবণতা বেড়েছে শতকরা ২৫ ভাগ। এ বছরে তা শতকরা ৩৩ ভাগে গিয়ে দাঁড়িয়েছে। এর আগে ২০১৬ সালে দেশটিতে প্রায় ৪৫ হাজার মানুষ আত্মহত্যা করে।
আপনার মন্তব্য লিখুন