মোহাম্মদ ইশতিয়াক আহমেদ দুলাল মৈন্দ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হয়েছেন
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ , ১২ মে ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগেসংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ইশতিয়াক আহমেদ দুলাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ১ নং মজলিশপুর ইউনিয়নের মৈন্দ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হয়েছেন। রবিবার ১২ মে দুপুরে প্রতিষ্ঠানের পরিচালনা ও বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তিনি অনুদানের নগদ ২ লক্ষ টাকা টাকা তুলে দেন। এর ফলে মজলিশপুর ইউনিয়নের মৈন্দ উচ্চ বিদ্যালয় সুনামধন্য এই প্রতিষ্ঠানটি উন্নয়নের দিন থেকে পিছিয়ে থাকা প্রতিষ্ঠানটির উন্নয়নে এই অনুদান অনেক সহযোগীতা হয়েছে। এই প্রতিষ্ঠান ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থীক ভাবে অনুদান দিয়ে থাকেন সমাজ সেবক ইশতিয়াক আহমেদ দুলাল। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মৈন্দ উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি জাকির হোসেন, প্রধান শিক্ষক মোস্তাফা মোহাম্মদ হায়দার, মজলিশপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, মৈন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক তিনবারের সফল সভাপতি জনাব মোঃ শাহ আলম, ইউনিয়নের ছাত্রলীগ সাবেক সভাপতি মমিন, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আরিফুর রহমান ও অভিভাবক সদস্য মাসুম মিয়া ফরিদ মিয়া জনাব হাজী মোহাম্মদ শহীদ, এমদাদ হোসেন দানা মিয়া ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন,সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাজ সেবক উপজেলা আওয়ামী লীগ নেতা ইশতিয়াক আহমেদ দুলাল বলেন, আমি প্রবাসে থাকা কালীন সময়ে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য দুই লক্ষ টাকা প্রদানের ইচ্ছে পোষন করি। তাই দেশে ফিরেই আমি প্রতিষ্ঠানের জন্য অনুদানের টাকা পৌছে দিতে আজ প্রতিষ্ঠানে এসেছি এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের হাতে টাকা পৌছে দিয়েছি। প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ বলেন, ইশতিয়াক আহমেদ দুলালের এই আর্থিক সহযোগীতা আমাদের বিদ্যালয়ের উন্নয়নে জন্য অনেক উপকার হয়েছে।
আপনার মন্তব্য লিখুন