মো.হাবিবুর রহমানকে ব্রাহ্মণবাড়ীয়ার নতুন ডিসি হিসেবে পদায়ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ , ১১ ডিসেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 11 months আগেমোঃনিয়ামুল ইসলাম আকঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাবিবুর রহমান। তিনি কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পদে দায়িত্বরত ছিলেন।
রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
ওই চিঠিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলমকে প্রত্যাহার করে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন