রওশনআরা খানম সেবা কেন্দ্রের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ , ২০ মে ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নুসরাত জেরিন : করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ায় রওশন আরা খানম স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে ৭ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট সিজেডএম- এর আওতাভুক্ত নারীদের পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী উপহার হিসেবে দেয়া হয়। ২০ মে বৃহস্পতিবার স্থানীয় টিএ রোডস্থ সিজেডএম -এর প্রকল্প অফিস প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করেন সেবা সংগঠক ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট এর সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মেসবাহ উদ্দিন ইকো ,স্বাগত বক্তব্য রাখেন সিজেডএম এর ব্রাহ্মণবাড়িয়া প্রকল্প সমন্বয়কারী রাজিয়া মরিয়ম। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন। এসসময়ে উদ্বোধক এডভোকেট মেসবাহ উদ্দিন ইকো বলেন, রওশনআরা খানম সেবা কেন্দ্রের মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য সহ সেবামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। মানব সেবার লক্ষ্যে এসব উদ্যোগের ফলে আর্ত সামাজিক উন্নয়ন হচ্ছে এবং উপকৃত হচ্ছে মানুষ। তিনি এই করোনা সংকটকালীন সময়ে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং সামর্র্থবানদের সেবাকাজে এগিয়ে আসার আহবান জানান।
আপনার মন্তব্য লিখুন