র্যাবের অভিযানে আশুগঞ্জে গাঁজা ও প্রাইভেটকার’সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ , ১৯ অক্টোবর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসংবাদ দাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরিয়তনগর এলাকা হতে ১০ কেজি গাঁজা ও ১ টি প্রাইভেটকার’সহ মোঃ শরিফ মিয়া (২৫) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প।
আটক মোঃ শরিফ মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিপুর(দক্ষিণপাড়া)র বাসিন্দা।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৯ অক্টোবর বিকাল ৫:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরিয়তনগর এলাকায় আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা প্রাইভেটকার তল্লাশী করে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারটি উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৬,৫০,০০০/- টাকা।
আটক আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
আপনার মন্তব্য লিখুন