সদর মডেল থানার অভিযান সাজপ্রাপ্ত আসামী সহ ৮ জন গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩১ পূর্বাহ্ণ , ৭ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ অভিযানে ২ বছরের সাজপ্রাপ্ত আসামী সহ ৮ জনকে গ্রেফতার করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন এর দিক নির্দেশনায়, এসআই আলী আক্কাস, এএসআই হিরন কুমার দে, এএসআই মোঃ রাসেল মিয়া, এএসআই মনিরুল হক সহ পুলিশ বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ও সাজা প্রাপ্ত আসামী জিআর-৪৪৩/১৭ইং এর এনামুল (২৫), পিতা-কালু মিয়া, কাউতলী, জিআর-৯৪/১৮ইং এর মোঃ রিপন মিয়া (২৫),জিআর নং-৯৪/১৮ইং এর মোঃ ইসমাইল ২৮),বরিশল,সিআর-৩৭১/১৯(সদর) এর মোঃ সোহেল মিয়া, ভাদুঘর (আসিমের বাড়ির উত্তর পাড়া), সিআর-৩৭১/১৯(সদর) এর মোঃ রাসেল মিয়া, ভাদুঘর(আসিমের বাড়ির উত্তর পাড়া, সিআর-৩৭১/১৯(সদর) মোঃ নজির মিয়া, ভাদুঘর, (আসিমের বাড়ির উত্তর পাড়া), সিআর-৩৭১/১৯(সদর) ইয়ামান, ভাদুঘর, (আসিমের বাড়ির উত্তর পাড়া), সিআর-৬২৩/১৯ (সদর)এর ছুট্টু মিয়া, সাং-চাঁন্দি, ইউপি-বাসুদেব, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।- বিজ্ঞপ্তি
আপনার মন্তব্য লিখুন