সরাইলে শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার দিলেন সাংবাদিক জালাল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ , ১২ মে ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগেসরাইল সংবাদদাতা :ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিম্ন আয়ের মানুষ ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মে) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে শতাধিক দুস্থ পরিবারের মাঝে এই ঈদ উপহার আনুষ্ঠানিক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও বিশিষ্ট কলামিস্ট এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউছার ও নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী।কাটানিশার গ্রামের কৃতি সন্তান বরেণ্য সাংবাদিক জালাল মিয়ার সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বেশ কয়েকজন স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। জানা গেছে, হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা ঈদ উপহারের মধ্যে ছিল শাড়ি কাপড়, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ। সাংবাদিক জালাল মিয়ার ব্যক্তিগত উদ্যোগে এসব ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় সাংবাদিক জালাল মিয়া বলেন, আমি প্রতিবছরই ঈদে আমার জন্মভূমি এই গ্রামের অসহায় মানুষগুলোর পাশে বিভিন্ন উপহার ও ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হয়। আমি সবসময়ই প্রতিবেশী অসহায় মানুষগুলোর কথা ভাবি; তাদের উন্নয়নে কাজ করার দৃঢ় মনোভাব রয়েছে আমার। এ গ্রামের সকল মানুষকে আমি ভালোবাসি। উল্লেখ্য, সাংবাদিক জালাল মিয়া পরিবার নিয়ে ঢাকায় বসবাস করলেও নাড়ির টানে তিনি প্রায়ই সরাইলে আসেন নানা ইতিবাচক কাজে। এখানে বিভিন্ন সামাজিক সহ নানা আচার-অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন বিশেষ করে করোনা পরিস্থিতি শুরু থেকে তিনি এখানে অসংখ্য নিম্ন আয়ের মানুষসহ নানা ইতিবাচক কাজে ভূমিকা রাখার স্বার্থে অনেক প্রতিষ্ঠানকে নীরবে অর্থ সহায়তা দিয়েছেন ।
আপনার মন্তব্য লিখুন