নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      বৃহস্পতিবার ৮ই জুন, ২০২৩ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সুখবর:শেকড়ের টান এবার মানবিকতায়

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ , ১৮ মে ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

আল আমীন শাহীন: সুখবর ঐতিহ্যের ব্রাহ্মণবাড়িয়া : শেকড়ের টান এবার মানবিকতা।

সম্প্রীতির ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ ব্রাহ্মণবাড়িয়া। এ জেলায় জন্ম নেয়া সন্তানরা যে যেখানে থাকুক জন্মস্থানের প্রতি রয়েছে তাঁদের শেকড়ের টান এবং জেলাবাসীর সাথে হৃদবন্ধন। ঢাকায় এ জেলার সন্তানদের সমন্বয়ে গঠিত ঐতিহ্যবাহী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা । সম্প্রতি করোনা প্রাদুর্ভাবে এই সংকটকালীন সময়ে এই সংগঠন শেকড়ের টানে মানবিকতায় এবারও দৃষ্টান্ত স্থাপন করেছে। জেলার কর্মহীন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহায়তার লক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ৯ লক্ষ টাকা প্রদান করেছে। গত ১৭ মে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে সমিতির সভাপতি বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ,সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এই ৯ লক্ষ টাকার চেক ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান – এর হাতে হস্তান্তর করেন। তিনি বলেন মোকতাদির চৌধুরী এমপি বলেন, কোভিড-১৯ এর কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে কিছু মানুষের পাশে থাকার জন্য আমরা ৯ লক্ষ টাকার একটি চেক জেলা প্রশাসক মহোদয়ের নিকট ৯ চেক হস্তান্তর করলাম। এটা ৯টি উপজেলায় সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য আমরা উনাকে একটি পত্র দিয়েছি।তিনি ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমার বিহেদী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এসময়ে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক এহতেশামুল বারী তানজিল, আপ্যায়ন সম্পাদক আবু মুছা আনছারী, সহ-কোষাধক্ষ্য হারুনুর রশিদ হিরু, উপ-দপ্তর সম্পাদক, ইস্তেয়াক খন্দকার রুমেল, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ সজিবুল হুদা, সদস্য ডা. সুব্র, মো. শরাফত হোসেন, ডাঃ শুভ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।পরে মাননীয় সংসদ সদস্য করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ার ১ হাজার বিভিন্ন পেশাজীবী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতিকে এ মানবিক উদ্যোগের জন্য অভিনন্দন জানাই।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

জুন ২০২৩
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« মে    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
আরও পড়ুন
অনুবাদ করুন »