সুখের টিপস………..ধন্যবাদে প্রেরণা।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ , ১৫ জুন ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নুসরাত জেরিন ॥ ছোট একটি শব্দ “ধন্যবাদ”। এই শব্দটি আমাদের পারিবারিক,সামাজিক বন্ধন তথা সকল বন্ধনে এনে দিতে পারে সুস্পর্কের নতুন মাত্রা। কেননা জীবনে চলার পথে আমরা নানা সম্পর্কে আবদ্ধ হই। জন্ম থেকে মৃত্যু অবধি বন্ধন , বন্ধন নাঢ়ির , রক্তের, আত্মার ¯েœহ শ্রদ্ধার, কখনো বন্ধুত্বের, কখনো প্রেমের, কখনো ভালবাসার সেই সম্পর্কগুলোকে ধন্যবাদ শব্দটি আরও নিবিঢ় করতে পারে।
যেমন মায়ের ডাকে ঘুম ভাঙতেই দিনের শুরু। মা আদর করে বলছেন জেগে উঠতে। বিছানায় হাসিমুখে ঐ মুহুর্তে যদি বলা হয়, ধন্যবাদ মা। দেখবেন দিনভর মা খুশী। বাবা বাজার করে ফিরেছেন, হাত থেকে ব্যাগটা নিয়ে যদি বলা যায় ধন্যবাদ বাবা, দেখবেন বাবাও তার ক্লান্তি ভুলে মিস্টি হাসিটা ছুড়ে দেবে। এতে সবার মাঝেই থাকবে প্রশান্তি। পরিবার দিয়েই হোক শুরু। পার্থিব জীবনে ঘরের বাহিরের সম্পর্কগুলো কিছু মুহূর্তের হলেও ঘরের আভ্যন্তরীণ সম্পর্ক গুলো দীর্ঘস্থায়ী। যেখানে মা-বাবা ভাই বোন স্বামী-স্ত্রী , থাকে আরো আত্মীয়-স্বজন। সাংসারিক জীবনে ঘরে নারীদের ভ’মিকা অনন্য। নারীরা এখন শুধু ঘরে নয় সাংসারিক উন্নয়নে সকল কাজে নিজেদের জড়িয়ে রেখেছে প্রশংসার সাথে। ঘরে বাইরে সকল ক্ষেত্রেই তারা সংসারের সুখের জন্য কাজ করে। বিনিময় তেমন কিছু নয়, একটু স্বীকৃতি সম্মান ,আদর ভালোবাসা, সহযোগিতা। এ ক্ষেত্রে ধন্যবাদ ছোট একটি শব্দ নারীর কর্মে প্রেরণা হতে পারে। নারীরা চায় পরিবারের মানুষগুলোর তার কাজের চিন্তাধারা কর্মের উদারতার মূল্যায়ণ হোক,সবাই অনুভব করুক, বুঝুক এই এতটুকুই। পারিবারিক ক্ষেত্রে সংসার প্রধান-এর দায়িত্ব পালন করে পুরুষ, পুরুষরাও আশা করে ঘরে বাইরে তাদের শ্রম, কষ্টার্জিত সময়, তা পরিবারের সবাই বুঝুক। দিনভর কাজ শেষে পুরুষ ফিরে আসে নীড়ে, সেখানে অভ্যর্থনায় যদি ধন্যবাদ যোগ হয় স্ত্রী আর সন্তানের কাছ থেকে তাহলে তার সুখের শেষ নেই। দিনের সকল ক্রান্তি ভুলে প্রশানিএততে তার সুখের শ্বাস অনবদ্য ভাবে ছড়িয়ে যাবে হৃদয়ে। পুরুষ কিংবা নারী সকলই চায় কাজের স্বীকৃতি সেই স্বীকৃতি পূরণ হতে পারে একটি শব্দের মাধ্যমেও। শুদ্ধাচারে ধন্যবাদ শব্দ সবাইকে প্রেরণা দিবে আশা করি। সংসারে সুখ আনন্দময় জীবনের জন্য ধন্যবাদের চর্চা নতুনমাত্রার যোগ হবে এটাই কামনা। সকলের জীবন হোক সুখ সমৃদ্ধিতে আনন্দময়। সবাইকে ধন্যবাদ।
আপনার মন্তব্য লিখুন