সুসংবাদ ব্রাহ্মণবাড়িয়া: মৃত্যুর পরও বন্ধুত্বের বন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ , ২৬ জুলাই ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসামপ্রতিককালে গুজব ,গলাকাটা,শিশু নির্যাতন, বিদ্যুৎ বিপর্যয়, গণপিটুনীতে মৃত্যু,সাম্প্রদায়িক বিতর্কিত বক্তব্য এসব নিয়ে সংবাদ পত্র, টিভি মিডিয়া সামাজিক গণমাধ্যম সরগরম। যা ঘটছে তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা সবার মাঝে।মন খারাপের সব সংবাদ।এসবের মাঝেও কিছু ঘটনা মনকে প্রশান্তি দেয় , সে গুলোই হচ্ছে কিছু সুখবর। আজকের ব্রাহ্মণবাড়িয়ার সুখবর হচ্ছে মৃত্যুর পর বন্ধু বন্ধনের এক অনন্য দৃষ্টান্তের খবর। ব্রাহ্মণবাড়িয়ার একজন গুনী শিক্ষক ছিলেন শহরের মধ্যপাড়ার মীর মোর্শেদুল ইসলাম। বেশ কয়েক মাস পূর্বে তিনি প্রয়াত হন। শিক্ষা পরিবারের সন্তান মীর মোর্শেদুল ইসলামের পিতাও ছিলেন শহরের উত্তর পৈরতলা প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক।এক ছাত্রকে পড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তকাল করেছেন। মীর মোর্শেদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার মিশন প্রাথমিক বিদ্যালয় , অন্নদা সরকারী উচ্চ বিদ্যারয়ের মেধাবী ছাত্র ছিলেন সকলের কাছে সুপরিচিত। উনার মৃত্যুতে বন্ধু মহলে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে মিশন ও অন্নদা ৮৬ ব্যাচের সহপাঠী বন্ধুদের মাঝে। বন্ধুর মৃত্যুর পর এই সহপাঠী বন্ধুরা শুধু বন্ধুর মৃত্যুতে শোক জানিয়ে পরিবারকে সমবেদনা জানিয়ে ক্ষান্ত থাকেনি। মৃত্যু পরবর্তী সময়ে পরিবারের খোঁজ খবর নিয়েছে। এবং পরিবারটির জন্য নিজেদের সংগ্রহিত ২ লক্ষ ২০ হাজার টাকা বন্ধুর পরিবারের হাতে তুলে দেয়। মীর মোর্শেদুল ইসলামের মা স্ত্রী সন্তানরা চলে যাওয়া মানুষটির বন্ধুদের এমনই দৃষ্টান্তে খুশী হয়েছে। শুক্রবার জুম্মা দিনে অন্নদা ৮৬ ব্যাচের সমন্বয়ক মীর মোর্শেদুলের সহপাঠী বন্ধু ডাঃ দেলোয়ার হোসেন মাহিআলী আজহার স্বপন,নাজমুল হক সেলিম,আজিম সফিক,এড কাজল বন্ধুত্বে অনন্য দৃষ্টান্তে অংশ নেন। এছাড়া সহ পাঠী ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন মহতি এ উদ্যোগে যুক্ত হন। সম্প্রীতির শহর ব্রাহ্মণবাড়িয়া। গত বেশ ক বছর যাবৎ অন্নদা স্কুল সহ বিভিন্ন স্কুলের প্রাক্তন শিক্ষার্তীরা মিলিত হয়ে নানা অনুষ্ঠান করছে। এইসব আনুষ্ঠানিকতায় সেবা কার্যক্রম একটি প্রসংশনীয় উদ্যোগে।
—-আল আমীন শাহীন
আপনার মন্তব্য লিখুন